Showing posts with label রুক‌ইয়াহ ব্লগ. Show all posts
Showing posts with label রুক‌ইয়াহ ব্লগ. Show all posts

সাদাকার মাধ্যমে অসুস্থতা দূর করুন।

সাদাকার মাধ্যমে অসুস্থতা দূর করুন।


বিখ্যাত হাদীস-বিশারদ আবূ আবদুল্লাহ হাকিম নিশাপুরি (রহ.)। মাসের-পর-মাস একটি রোগে ভুগছিলেন তিনি। বেশ কিছু ফোসকা ছিল চেহারায়। অনেকভাবে চিকিৎসা করিয়েছেন দীর্ঘ এক বছর যাবৎ। কিন্তু আশানুরূপ ফল পাননি।
.
এক জুমাবার তিনি ইমাম আবূ উসমান সাবূনির কাছে যান। খুতবা চলাকালে অনুরোধ করলেন তার জন্য দুআ করতে। ইমাম আবূ উসমান দুআ করলেন। উপস্থিত মুসল্লিরাও শরীক হলো সেই দুআয়।
.
সপ্তাহ খানেক পরের কথা। এক মহিলা একটি চিঠি পাঠান হাকিম (রহ.)-কে। চিঠিতে তিনি জানান, সেদিনের দুআয় তিনিও উপস্থিত ছিলেন এবং তাঁর অসুস্থতা শুনে ব্যথিত হন। পরে বাসায় ফিরে তিনি দুআ করেন তাঁর জন্য। সেদিন সন্ধ্যায় একটি স্বপ্ন দেখলেন তিনি। দেখলেন রাসূল (সা.) বলছেন, আবূ আবদুল্লাহ-কে বলো, সে যেন মুসলিমদের জন্য পানির ব্যবস্থা করে।’
.
চিঠিটি হাকিমকে দেখানো হলে তিনি তাৎক্ষণিক নিজের বাগানে যান। সেখানে একটি পুকুর খনন করে তাতে বরফ ছেড়ে দেন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এরপর কী হলো?
.
এক সপ্তাহ যেতে-না-যেতেই তার ফোসকা নিরাময় হতে শুরু করল। এবং একপর্যায়ে তা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল। তার চেহারা পূর্বের অবস্থায়ফিরে আসে। পরবর্তীকালে আরও কয়েক বছর বেঁচে ছিলেন তিনি।’
.
দান-সদাকা—এ এমন এক ঔষধ, অধিকাংশ ডাক্তারই ভুলে যান রোগীদের প্রেসক্রিপশনে লিখতে।
.
এরকম আরেকটি ঘটনা আমরা লেখক শাইখ আলি ফীফীর 'লি আন্নাকাল্লাহ' বইতেও পাই। তিনি তার এক বন্ধুর গল্প শুনিয়েছেন এতে:
.
একদিন মাসজিদে যাবার পথে তিনি অ্যাক্সিডেন্ট করেন। তার দুই বছরের ভাগ্নির ওপর চাকা উঠে যায়। বাচ্চাটিকে বের করে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান তিনি। কিন্তু এর মধ্যে মৃত্যু ছুঁইছুঁই অবস্থা। ডাক্তাররা চেকাপ করে পরিবারকে জানান, বাচ্চাটির মৃত্যুর সম্ভাবনা ৮০%!
.
এ অবস্থায় তাদের এক আত্মীয় উপদেশ ও সান্ত্বনা লাভের আশায় একজন তলিবে ইলমকে ফোন করে। ঘটনা শুনে সেই তলিবে ইলম বলে, ‘একটি পশু যবেহ করুন এবং মেয়েটির সুস্থতার নিয়ত করে এর মাংস বিতরণ করে দিন।’ তারা সেটাই করল। তারপর সেই বন্ধুটি বলেন, ‘ভোর হতে-না-হতেই আমার ভাগ্নি একদম সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ পেয়ে যায়।’
.
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, ‘বিভিন্ন প্রকারের বিপদ-আপদ দূরীকরণে দান-সদাকার প্রভাব বিস্ময়কর; দানকারী যদিও পাপী, জালিম কিংবা কাফির।’
.
'কলবুন সালীম' বই থেকে।



সাদাকার মাধ্যমে অসুস্থতা দূর করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমাদের রোগীদেরকে সাদাকার মাধ্যমে চিকিৎসা করো।
সহিহু জামে,৩৩৫৮