মা জিনে আক্রান্ত হলে কখনো কখনো শিশুর কথা বলতে দেরী হয়।
এটা ঐ সমস্ত শিশুর ক্ষেত্রে হয় ,যেই শিশু তার মাকেও দেখে এবং মায়ের সাথে থাকা জিনকেও দেখে।এতে সেই শিশু মায়ের কথাও শোনে এবং মায়ের সাথে থাকা জিনের কথাও শোনে।একারণে সে কারো কথায়ই আয়ত্ব করতে পারে না।
এতে সাধারণ বাচ্চাদের মত কথা বলতে এই ধরনের শিশুদের একটু দেরি হয়। কোন শিশুর ৮ বছর ১০ বছর হয়ে যাওয়ার পরও সাধারণ বাচ্চাদের মত কথা বলতে পারে না। এরপর আস্তে আস্তে কথা বলতে সক্ষম হয়।
সুতরাং মা যদি জিনে আক্রান্ত হন এবং বাচ্চা কথা বলতে দেরী হয়, তাহলে এই দুইটি কাজ করুন।
শিশুকে সকাল সন্ধ্যা ও ঘুমানোর আগে এই তিন বেলা সূরা দোয়া পড়ে ঝাড়ফুঁক করবেন। কারণ শিশুরা মাসনুন আমল দ্বারা সুরক্ষিত হলে জিনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকবে।শিশুকে মাঝে মাঝে বদনজরের গোসল করাবেন।
No comments:
Post a Comment