পানি ও হিজামা

 নেতিবাচক শক্তির বড় বাহক হলো রক্ত। কারণ শয়তান রক্ত দিয়ে চলাচল করে। শয়তানের চরিত্র‌ও রক্ত দিয়ে প্রতিফলিত হয়।


ইতিবাচক শক্তির বড় বাহক হলো পানি।

"هذا مغتسل بارد وشراب" 

"এ হলো গোসলের শীতল পানি ও পান করার পানীয়।"

আল্লাহু আ'লাম।


তাই জিন যাদু আক্রান্তদের উচিত বেশী বেশী পানি পান করা ও নিয়মিত গোসল করা এবং সর্বদা ওজু অবস্থায় থাকার চেষ্টা করা।


রক্তকে পরিশোধিত করে আরেকটা জিনিস সেটা হলো হিজামা। তাই সম্ভব হলে প্রতি মাসের সুন্নাহ তারিখে হিজামা করাবেন।

No comments:

Post a Comment