ঘর থেকে শয়তান তাড়ানোর জন্য।
ঘরে সূরা বাকারা অডিও সাতদিন প্লে করা।
মাগরিবের সময় সাউন্ডবক্সে আজান প্লে করা।
পড়া পানি সব রুমে ছিটিয়ে দেওয়া।
টিভি চালানো যাবে না।
কোন রকম ছবি রাখা যাবে না।
এরপর যখনই ঘরের মধ্যে জিনের সমস্যা বা অস্তিত্ব ফিল করবেন, বা স্বপ্নে কিছু দেখে ভয় পাবে তখনই এই বাকারা, আজান, পানি ছিটানোর আমল কয়েকদিন করে নিবেন।
No comments:
Post a Comment