প্রত্যেকের পড়া উচিত।
বই:বিপদগ্রস্ত ও রোগীদের প্রতি চিঠি।
লেখক: বদিউজ্জামান সাঈদ নুরসী।
অসুস্থতায় ধৈর্য্য ধরতে পারছেন না?
রোগ ব্যাধী অসহ্য লাগছে?
নিজের অথবা পরিবারে অসুস্থতা লেগেই থাকে?
এই বইটা পড়েন।
তুরস্কের প্রখ্যাত আলেম বদিউজ্জামান সাঈদ নূরসী লিখিত উপকারী একটি বই।
বইটির ৩৯ পৃষ্ঠায় লেখক বলেন:
অসুস্থতাকে তোমার দেহে মুসাফির হিসেবে পাঠানো হয়েছে । ইনশাআল্লাহ দ্রুত দায়িত্ব শেষ করে চলে যাবে এবং বিদায়লগ্নে সুস্থতাকে বলবে "তুমি এখন আসো, আমার পরিবর্তে সর্বদা এখানে অবস্থান করে দায়িত্ব পালন করো।এই দেহ তোমার। এখানে ভালো থাকো।"
No comments:
Post a Comment