"দুর্ভাগ্যজনকভাবে সাইকোলজিস্ট ও সাইক্রিয়াটিস্টদের অধিকাংশ ট্রেনিং পদ্ধতি সেক্যুলার চিন্তাধারার। পশ্চিমা দেশে প্রশিক্ষণ শেষে যখন তারা মুসলিম প্রধান দেশে প্র্যাকটিস শুরু করেন, তখন দেখা দেয় নানা রকম সমস্যা। কেননা চিকিৎসকের দেয়া কাউন্সেলিং এর সাথে ক্লায়েন্টের চাহিদার একটা অসামঞ্জস্য রয়েই যায়।"

বই-সাইকোলজি:ইসলামি দৃষ্টিকোণ



No comments:

Post a Comment