শয়তানের উপর আক্রমণের উত্তম সময় কোনটা?

 শয়তানের উপর আক্রমণের উত্তম সময় কোনটা?


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সৈন্যদল প্রেরণ করতেন , সকালে প্রেরণ করতেন।

আর যদি কোনো সম্প্রদায়কে আক্রমণ করতে চাইতেন ,সকালে করতেন।


إِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ۚ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ

ভোর বেলাই তাদের প্রতিশ্রুতির (ধ্বংসের)সময়, ভোর কি খুব নিকটে নয়?

(সূরাঃ হুদ, আয়াতঃ ৮১)


 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘হে আল্লাহ! তুমি আমার উম্মতের জন্য তাদের সকালে বরকত দাও।’’ আর তিনি যখন সেনার ছোট বাহিনী অথবা বড় বাহিনী পাঠাতেন, তখন তাদেরকে সকালে রওয়ানা করতেন। স্বাখর ব্যবসায়ী ছিলেন। সুতরাং তিনি তাঁর ব্যবসার পণ্য সকালেই প্রেরণ করতেন। ফলে তিনি (এর বরকতে) ধনী হয়ে গিয়েছিলেন এবং তাঁর মাল প্রচুর হয়েছিল। 


ইবনু মাজাহ ২২৩৬, আবূ দাউদ ২৬০৬, আহমাদ ১৫০১২, ১৫০১৭, ১৫১২৯, ১৫১৩০, দারেমী ২৪৩৫


 সুতরাং সকালে নিয়মিত আযকারের মাধ্যমে প্রথমে রবের নিরাপত্তা গ্রহণ করুন।তারপর রুক‌ইয়ার অন্যান্য কাজের মাধ্যমে শয়তান ও তার সহযোগী শক্তির উপর প্রবল আক্রমণ করুন।


এই বরকতময় সময়ে এটা নিয়মিত করতে পারলে আপনি নিরাপত্তা, সুস্থতা ও শয়তানের বিরুদ্ধে বিজয় পাবেন বিইযনিল্লাহ।



No comments:

Post a Comment