যাদুর ধ্বংসের চিকিৎসায় এই গোসল এবং পানি পান করা খুবই উপকারী।

যাদুর চিকিৎসায়
বরই পাতার গোসল ও বর‌ই পাতার পানি পান করা।
------------------

যাদুর ধ্বংসের চিকিৎসায় এই গোসল এবং পানি পান করা খুবই উপকারী।

বর‌ই পাতার পানি রেডি করার পদ্ধতি।

আধা লিটার বা এক লিটার মানে আপনি একবারে যতটুকু পানি পান পান করতে পারবেন ততটুকুই নিন।
সাতটা তাজা বর‌ই পাতা ব্লেন্ড করে বা বেটে এই পানিতে মিশিয়ে নিন।এরপর তাতে
দুরুদ, ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, শেষে আবার দূরুদ সব তিনবার/পাঁচবার/সাতবার করে পডুন এবং পড়ার মাঝে মাঝে পানিতে ফু দিন।এরপর সেই পানি পুরোটা পান করুন। ইনশাআল্লাহ পেটের জাদু নষ্ট হয়ে যাবে।

গোসলের পদ্ধতি 
---------------------
এক বালতি গোসলের পানি নিন। এরপর সাতটি তাজা বরই পাতা ব্লেন্ড করে বা বেটে, পানিতে গুলান। আর পড়ুন-
এরপর তাতে
দুরুদ, ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, শেষে আবার দূরুদ সব তিনবার/পাঁচবার/সাতবার করে পড়ুন
এবং পড়ার মাঝে মাঝে পানিতে ফুঁ দিন। এরপর এখান থেকে তিন ঢোক পানি পান করুন, বাকিটা দিয়ে গোসল করুন।
ইনশাআল্লাহ প্রথম গোসলেই বদনজর হাসাদ , যাদু নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে একই নিয়মে তিনদিন/পাঁচদিন/সাতদিন গোসল করুন।

উল্লেখ্য, এই পানি গরম করবেন না, এর সাথে অন্য পানি মিশাবেন না। আর আপনি চাইলে সাথে যাদু নস্টের প্রসিদ্ধ আয়াতগুলো এবং দোয়া পড়তে পারেন।

আল্লার রহমতে জাদু টোনা ও নজর হাসাদের চিকিৎসায় এই গোসল খুবই উপকারী। বিভিন্ন যুগের অনেক বিখ্যাত আলেমদের এবং সারা বিশ্বের রাকীদের সাজেস্টেড পদ্ধতি এটা। আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। আল্লাহ ভরসা!




No comments:

Post a Comment