মহান আল্লাহ বলেন:
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ ۚ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
যদি তোমরা প্রকাশ্যে দান-খয়রাত কর, তবে তা কতইনা উত্তম। আর যদি খয়রাত গোপনে কর এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্যে আরও উত্তম। আল্লাহ তা’আলা তোমাদের কিছু গোনাহ দূর করে দিবেন। আল্লাহ তোমাদের কাজ কর্মের খুব খবর রাখেন।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২৭১)
অনেকের ভুল ধারণা হলো,প্রকাশ্যে দান করলে সাওয়াব হবে না। উপরে জানলাম তাদের ধারণা হলো ভুল।
উপরের আয়াতে আরেকটি জিনিস জানলাম, সাদাকা গুনাহ মোছন করে।
আর সাদাকাহ বিপদ দূর করে এটা তো আমরা অনেক হাদিস থেকেই জানি।
তাই প্রকাশ্যে গোপনে অব্যহত সাদাকা করা উচিত।
No comments:
Post a Comment