হতাশা দুঃখ এগুলো কখনো চিরজীবন থাকবে না এগুলো একদিন না একদিন চলে যাবে কিন্তু সেটা কোনদিন?

যেদিন থেকে আপনি একনিষ্ঠ ভাবে মেনে নিবেন যা হবার তাই হয়েছে এবং এটা আপনার জন্য কল্যাণকর, আর ভবিষ্যতে যা হবে তা আপনার কপালে লিখা আছে এর বাইরে আপনি কিছু অর্জন ও করতে পারবেন না কিছু হারাতেও পারবেন না এবং যা হবে তাও আপনার জন্য কল্যাণকর হবে।

তাই পরিপূর্ণ বিশ্বাস রাখুন আল্লাহর সিদ্ধান্তের উপর তার থেকে বড় দয়াবান ও মহাপরিকল্পনাকারী কেউই নেই।

ইবনুল-কাইয়্যিম রহ. বলেন ━ “দেখে নিও, জীবনের দেয়ালে ঝুলে থাকা দুঃখগুলো মুছে যাবে, হতাশাগুলো অনেক দূরে চলে যাবে। বেদনারা অজানায় বাসা বাধঁবে, নিরাশাগুলো বিদায় নিবে ঠিক সেদিন — যেদিন তুমি মন থেকে মেনে নিতে পারবে যে, জীবনে যা হবার তাই হয়েছে। আর ভবিষ্যতে কপালে যা লিখা আছে, তাই হবে। দুঃখ আর আফসোস করে লাভ নেই। পেরশানী আর দুঃখ করে কখনো কপালে লিখিত জিনিস পাল্টানো যায় না।” 

#Dawah

No comments:

Post a Comment