রুকইয়াহ চিকিৎসা বেশি বেশি প্রচার করতে হবে।
মানুষ রাক্বীদের দ্বারস্থ হয়। আর এ সুযোগে তাদেরকে বানোয়াট দোয়া-দুরুদ ও আযকার থেকে ফিরিয়ে মাসনুন আযকার এর প্রতি উৎসাহিত করার তাওফিক হচ্ছে। ব্যক্তি ও পারিবারে যেন হালাল হারাম মেনে চলা হয়, এ ব্যাপারে দু-চার কথা বলার সুযোগ হচ্ছে। একজন মানুষ বিপদে আক্রান্ত হয়ে যখন একজন রাক্বীর দ্বারস্থ হয়, এটাই সুযোগ তাঁকে দ্বীনের পথে ফিরিয়ে আনার। একজন রাক্বীর উচিত হবে এই সুযোগটাকে গনিমত মনে করে কাজে লাগানো, তাকে দিনের দাওয়াত দেওয়া এবং তার হেদায়েত ও সুস্থতা কামনা করে আল্লাহর নিকট দোয়া করা।
আল্লাহ তা'আলা সকল রাক্বীদেরকে তৌফিক দান করুন।
No comments:
Post a Comment