অনেকে সুস্থ হওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন। বার বার রুকইয়া করতে চান।
কী করলে সুস্থ হবেন, একান্তভাবে চিন্তা করেন, আমাদের নিকট পরামর্শ চান। আমরাও সর্বাত্মক চেষ্টা করি তিনি যেনো সুস্থ হন। এতো করে বুঝিয়ে দেই, ইচ্ছকৃতভাবে হারামের সাথে জড়িত থাকলে সুস্থ হতে দেরি হবে।
পরামর্শ দেই সব রকম হারামের সাথে সম্পর্ক ছিন্ন করার। সব রকম হারাম কাজ ও অভ্যাস বর্জন করার। সব বুঝিয়ে দেওয়ার পরও এবং কাজটা যে অন্যায় সেটা জানার পরেও,যখন দেখি কোনো মেয়ে পেশেন্ট এফবিতে বেপর্দা ছবি আপলোড দিচ্ছেন। যখন দেখি হারামে জড়িয়ে জীবন যাপন করছেন। তখন যে মনটা কত খারাপ হয়, তা কী করে বুঝাই? আমাদের কী হবে? কিছুই না। নিজের পাপের কারণে নিজেই অসুস্থতা ও পেরেশানি ভুগেন। আমাদের হৃদয় নিংড়ানো পরামর্শ গুলো যখন বর্জন করেন, তখন মনে খুব কষ্ট পাই,এটাই।
দুনিয়া এবং আখেরাতে যদি নিরাপত্তা চান তবে সব হারাম কাজ ছেড়ে, রবের দিকে ফিরে আসুন।
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
(সূরাঃ আল ইনফিতার, আয়াতঃ ৬)
No comments:
Post a Comment