কখনোই সকাল সন্ধ্যার মাসনুন যিকির গুলো ত্যাগ করবেন না।

কখনোই সকাল সন্ধ্যার মাসনুন যিকির গুলো ত্যাগ করবেন না। সকাল- সন্ধ্যার যিকির গুলো করার মাধ্যমে আপনি পাবেন একটি প্রাণবন্ত দিন।আপনি হয়ে উঠবেন উচ্ছল, আত্মবিশ্বাসী। 

শাইখ আহমেদ মূসা জিব্রীল হাফিযাহুল্লাহ্ বলেনঃ

“সকাল-সন্ধ্যার মাসনুন যিকির গুলো হলো বর্মের (যুদ্ধের অস্ত্র;আত্মরক্ষার্থে ব্যবহৃত হয়) মত। যতো বেশি যিকির তত বেশি শক্ত বর্ম।
আপনি এই বর্মকে এতোটাই শক্ত করতে পারেন যেন আপনার দিকে ছুঁড়ে দেওয়া তীর বর্মে প্রতিহত হয়ে উলটো নিক্ষেপকারীকে আঘাত করে।”

ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ্ বলেনঃ

“সকাল সন্ধ্যার যিকির হলো আমার সকালের নাস্তার মত,এটা আমার আত্মার খাদ্য,এটা ছাড়া আমার শরীর অবসন্ন হয়ে যাবে। এটি আমাকে সারাদিন চলার শক্তি জোগায়।
যদি সকালে আমি আমার রসদ না পাই,তাহলে সারাদিনই আমি দুর্বল হয়ে থাকবো।’’

#Dawah


No comments:

Post a Comment