রিজিক বৃদ্ধি করতে চান? এই নেন রিজিক বৃদ্ধির সূত্র!

রিজিক বৃদ্ধি করতে চান? এই নেন রিজিক বৃদ্ধির সূত্র!

আসমা বিনতু আবূ বাকর রাযিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! (আমার স্বামী) যুবাইর (রাঃ) ঘরে যা উপার্জন করে নিয়ে আসেন তা ছাড়া অন্য কোনো মাল আমার নেই। সুতরাং আমি কি তা থেকে সাদাকা করতে পারি? তিনি বললেনঃ সাদাকা করো, ধরে রেখো না, তাহলে তোমার (রিযিক্ব) ধরে রাখা হবে।

বুখারী (অধ্যায় : যাকাত, হাঃ ১৪৩৪), মুসলিম (অধ্যায় : যাকাত)।



No comments:

Post a Comment