প্যারানরমাল সমস্যায় মানুষ তখন আর কবিরাজের কাছে যাবে না।
বেদেদের এক সময় বেশ গুরুত্ব থাকলেও এখন বেদেরা ভিক্ষা করে। কারণ মানুষের নিকট তাদের এখন কোনো মূল্যই নেই। ঠিক তদ্রূপ এই কবিরাজ জাদুকররাও একসময় মূল্যহীন হয়ে পরবে ইনশাআল্লাহ। এখনো অধিকাংশ মানুষ , কবিরাজ যাদুকরদেরকে ফ্রড হিসেবেই জানে না। অধিকাংশ মানুষ মনে করে কবিরাজ জাদুকররা হয়তো হালাল কোন উপায়ে এসব করে। অথচ তারা কঠিন কঠিন কুফরীতে লিপ্ত।
নাসরুম মিনাল্লাহ।
এই বইটা না পড়ে থাকলে পড়েন।
আর রুকইয়াহ সাধ্যমতো প্রচার করেন।
নাম লিখে সার্চ করলে পিডিএফ লিংক পাবেন।
No comments:
Post a Comment