বদনজর

 Farhat Bhai

শুনলে হয়তো অনেকে হাসবেন....

কিন্তু একটা জ্বিন নিশ্চিত করেছে যে তারা কারো উপর বদনজর দেয় এভাবে লেজার মেরে। ঐ লেজারে পেশেন্টের চামড়া পুড়ে ফেলে না কিন্তু জ্বালাপোড়া অনুভূতি হয় ও অনেকের ফোসকা পরে। বিশেষ করে জ্বিনের রোগীদের এবং যারা জ্বিনের রোগীকে রুকইয়াহ করে থাকে তাঁর উপর লেজার মারে।

এটাও জেনেছি এরকম সময় নাকি আয়াতুল কুরসীই সবচেয়ে বড় অস্ত্র।

এসব তথ্যের ব্যাপারে আল্লাহ ভালো জানেন









No comments:

Post a Comment